HTML ফাইল এর ব্যবহার।এইচটিএমএল ট্যাগ এর ব্যবহার।

 


আসসালামু আলাইকুম! আশা করি সবাই ভালো আছেন।তথ্য আইটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম।আজকে আমরা আলোচনা করবো ওয়েবসাইট এর এইচটিএমএল ট্যাগ এর ব্যবহার নিয়ে।চলেন শুরু করি।


HTML ফাইল এর ব্যবহার।এইচটিএমএল ট্যাগ এর ব্যবহার। 


HTML ফাইল কি?

Html হলো একটি নির্দিষ্ট কোনো পেইজ।.html হলো ফাইল্টির Extension. ব্রাউজারকে নির্দিষ্ট করে যে ফাইল সেটি হচ্ছে এইচটিএমএল ফাইল।


এইচটিএমএল ট্যাগ কি?


এইচটিএমএল এ কোড লেখার জন্য <> এবং </> ২টি চিহ্ন ব্যবহার করা হয়।এদের মধ্যে কিছু ওয়ার্ড যেমন html,head,title,body ইত্যাদি কী-ওয়ার্ড ব্যবহার করা হয়। <> বা </> চিহ্ন এবং এর মাঝে লেখা একটি কী-ওয়ার্ড কে একত্রে ট্যাগ বলা হয়। 


Html ২ প্রকার। তথা:

১.ধারক(container)ট্যাগ: এ ধরনের ট্যাগের শুরু, বিষয়বস্ত ও ট্যাগের শেষ থাকে।যেমন -<b>...</b>


২.ফাঁকা (empty): এ ধরনের ট্যাগ এর শুরু আছে কিন্তু শেষ থাকে না। যেমন: <img>,<br>,<hr>,<area>,<base>,<input>,<link>, <meta>, <source>,<col>


এইচটিএমএল ট্যাগ এর ব্যবহার


ওয়েব ব্রাউজারে এইচটিএমএল ট্যাগ এর লেখা প্রদর্শন থাকে।ট্যাগ এর লেখা কী-ওয়ার্ড যা জোড়া অ্যাঙ্গেল ব্রাকেটের মধ্যে লিখতে হয়। প্রথম অ্যাঙ্গেল ব্র্যাকেট <>ও স্ল্যাসসহ শেষ অ্যাঙ্গেল ব্র্যাকেট <\> কে ক্লোজিং ট্যাগ বলা হয়।


<tag name> content<\tag name>

                                            

ওপেনিং ট্যাগ টেক্সট,ইমেজ,লিংক ক্লাজিং ট্যাগ



ট্যাগ গুলো সাধারনত জোড়ায় জোড়ায় আসে ; যেমন <b> এবং </b>। এ জোড়ার প্রথম Tag টি হলো শুরুর ট্যাগ আর ২য় টি হলো শেষ করার ট্যাগ। এ ট্যাগ গুলো কে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ নামেও ডাকা হয়। বিশেষ ভাবে লক্ষনীয় যে,কোনো ট্যাগ শুরু করলে অবশ্যই সেটি শেষ করার জন্য ওই ট্যাগের শেষের ২য় অংশটুকু ব্যবহার করতে হবে।


ট্যাগ এর গঠন পদ্ধতি 


অপেক্ষাকৃত ক্ষুদ্রতর চিহ্ন (A less-than sign"<")

একটি অক্ষর বা শব্দ (A character or word)

অপশনাল স্পেস এর পর এইচটিএমএল এন্টিবিউট যার গঠন হলো : এন্টিবিউট নাম= "ভ্যালু"

অপেক্ষাকৃত বৃহত্তর চিহ্ন

শেষ ট্যাগে ফ্রন্ট স্ল্যাশ চিহ্ন "/" ।



Html এডিটর কি?


এইচটিএমএল কোড লেখা এবং এডিট করার সফটওয়্যার কে এইচটিএমএল এডিটর বলা হয়। জনপ্রিয় কয়েকটি এইচটিএমএল এডিটর হলো -নোটপ্যাড (notepad),নোটপ্যাড++(notepad++), সাবলাইম টেক্সট(sublime Text),এটম(Atom) ইত্যাদি। 


এইচটিএমএল এলিমেন্ট কি?


একটি বাড়িতে ব্যবহার যোগ্য যা কিছু থাকে যেমন -চেয়ার, টেবিল,ডাইনিং টেবিল,সোফা সেট,আলমারি,ড্রেসিং টেবিল ইত্যাদি সবই হচ্ছে সেই বাড়ির এল্টিমেন্ট।অতএব এইচটিএমএল ডকুমেন্টে ব্যবহার যোগ্য সবকিছুই হচ্ছে এইচটিএমএল এর এল্টিমেন্ট।

Next Post Previous Post