টেস্টটিউব বেবি জন্মদানের পদ্ধতি

 


টেস্টটিউব বেবি কি?


কৃত্তিম উপায়ে একজন নারী সন্তান ধারনে অক্ষম এরকম নারী কে সন্তান জন্ম ধারন করাকে বলা হয় টেস্টটিউব বেবি।
আসসালামু আলাইকুম, তথ্য আইটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা কৃত্তিম উপায়ে কিভাবে বেবি বা শিশু জন্ম কিভাবে নেওয়া যায় সে সম্পর্কে আলোচনা করবো। 
তো চলেন শুরু করি,

টেস্টটিউব বেবি জন্মদানের পদ্ধতি 


এই পদ্ধতিতে যে সকল নারী সন্তান ধারনে অক্ষম সে সব নারীর জন্য এই কৃত্রিম উপায়ে দেহের বাহিরে শুক্রানু ও ডিম্বাণুর মিলন ঘটিয়ে প্রাথমিক ভাবে বা প্রাথমিক ভ্রুণ সৃষ্টি করে। এবং সেই ভ্রুণ টি কে স্ত্রী বা নারীর জরায়ু তে প্রতিস্থাপন করে। এবং তার মাধ্যমে একটি শিশুর জন্ম দান করা হয়।

বিস্তারিত ;

স্বামী-স্ত্রী মিলনের পর ও যদি কোন রকম বাচ্চা বা শিশু জন্ম না হয় তবে বুজতে হবে যে তাদের কোনো একজনের কিছু সমস্যা রয়েছে। এই পরিস্থিতিতে তারা কোনো হাসপাতালে গিয়ে পরিক্ষা করে দেখলে জানা যাবে কার কি সমস্যা রয়েছে।এই পরিস্থিতিতে যদি স্ত্রী সন্তান জন্ম দিতে অক্ষম থাকে তাহলে,সেই পরিস্থিতিতে সবচেয়ে সঠিক সিদ্ধান্ত হলো টেস্টটিউব বেবি জন্মদানের পদ্ধতি। 
এই পরিস্থিতিতে তারা তাদের একটি শিশু জন্ম দিতে পারবে।
এই পদ্ধতিতে যে সকল নারী সন্তান ধারনে অক্ষম সে সব নারীর জন্য এই কৃত্রিম উপায়ে দেহের বাহিরে শুক্রানু ও ডিম্বাণুর মিলন ঘটিয়ে প্রাথমিক ভাবে বা প্রাথমিক ভ্রুণ সৃষ্টি করে। এবং সেই ভ্রুণ টি কে স্ত্রী বা নারীর জরায়ু তে প্রতিস্থাপন করে। সন্তান জন্ম দিতে পারবে।

প্রিয় বন্ধু রা আশা করি এই সংক্ষিপ্ত কথা গুলো বুজতে পারছেন। শুক্রানু আর ডিম্বাণুর মিলনেই একটি সন্তান জন্ম দেওয়া সম্ভব। এই ক্ষেত্রে শুক্রানু হলো পুরুষের লিঙ্গ আর ডিম্বাণু মহিলা বা নারীর। এই দুই টির মিলনেই একটি সন্তান জন্ম দেওয়া সম্ভব হয়।আর যদি একটি পুরুষ ও নারীর শুক্রাণু ও ডিম্বাণু তে সমস্যা থাকে তাহলে তাদের স্বাভাবিক ভাবে সন্তান জন্ম দেওয়া যায় নাহ।এই ক্ষেত্রে স্বামী স্ত্রী যদি চাই এই পদ্ধতিতে সন্তান জন্ম দিতে পারবে।

বর্তমান সময়ে এই পদ্ধতিতে অনেকেই সন্তান জন্মদান করছে এবং সবাই খুশিতে জীবন যাপন করছে। আপনি ও চাইলে এই পদ্ধতিতে সন্তান জন্ম দিতে পারেন।আপনার যদি এরকম সমস্যা থাকে তাহলে নিকটস্থ হাসপাতালে গিয়ে যোগাযোগ করুন। 
আপনার সন্তান জন্ম দিন। খুশি থাকুন।

ট্যাগ: শিশু জন্মদান,টেস্টটিউব বেবি জন্মদান,টেস্টটিউব শিশু জন্মদান, শিশু জন্মদান এর অক্ষমতা, শুক্রানু ও ডিম্বাণু, টেস্টটিউব বেবি জন্মদানের পদ্ধতি। 


Next Post Previous Post