PC বা কম্পিউটারে Free Fire গেম ডাউনলোড করুন
কম্পিউটারে ফ্রী ফায়ার গেম ডাউনলোড করুন
ফ্রী ফায়ার গেম আমরা প্রায় সবাই খেলে থাকি।বর্তমান সময়ে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এই গেমটি।
এই গেমটি Android মোবাইলে সহজেই Play Store এর মাধ্যমে ডাউনলোড করে গেমটি open বা খেলা যায়।
কিন্তু কম্পিউটার এ play store না থাকাই এটি সহজেই ওপেন করা যায় না।
এই গেমটি কম্পিউটার এ ওপেন করতে third party অ্যাপ বা সফটওয়্যার এর প্রয়োজন হয়।
এর মধ্যে কয়েকটি সফটওয়্যার হলো -
- Gameloop
- Bluestacks
- MEmu
এই ৩টি সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারে ফ্রী ফায়ার গেম ডাউনলোড করতে পারবেন।
Gameloop এর বর্ণনা:
Gameloop হলো একটি সফটওয়্যার। এর কাজ হলো যেকোনো কম্পিউটারে বিভিন্ন গেম,অ্যাপ ইত্যাদি apk ডাউনলোড করা এবং এটার মাধ্যমে কম্পিউটারে যেকোনো অ্যাপ ইন্সটল এর এক্সাস দেওয়া ইত্যাদি।
Gameloop প্রায় সব কম্পিউটার এই installing হয়ে থাকে।কম্পিউটারে গাফিক্স কার্ড না থাকলে ও এটি দিয়ে গেম খেলা যায়।
Bluestacks এর বর্ননা:
Gameloop এর মতো bluestacks ও একটি কম্পিউটার সফটওয়্যার। এটি ও বিভিন্ন গেম ডাউনলোড, অ্যাপ ইন্সটল করতে সাহায্য করে। এটি বা bluestacks ইন্সটল করতে সাধারণত গাফিক্স কার্ড এর প্রয়োজন। গাফিক্স কার্ড ছাড়া এটা ইন্সটল করা গেলে ও কোন অ্যাপ ডাউনলোড করা যায় না।
MEmu এর বর্ণনা:
MEmu হলো একটি কপম্পিউটার সফটওয়্যার । এটি কম্পিউটারে গেমিং সফটওয়্যার ও বিভিন্ন রকম অ্যাপ ইন্সটল করতে কাজে লাগে।
এটা একটি বড় ধরনের সফটওয়্যার। এটা ব্যবহার ও গুরুত্ব অপরীসীম।
free fire সফটওয়্যার টি ডাউনলোড করুন gameloop এর মাধ্যমে !
free fire সফটওয়্যার টি ডাউনলোড করুন bluestacks এর মাধ্যমে !
free fire সফটওয়্যার টি ডাউনলোড করুন MEmu এর মাধ্যমে !
কম্পিউটারে সফটওয়্যার কিভাবে সেটআপ করবেন?
প্রথমে যেভাবে সফটওয়্যার টি ডাউনলোড করতে চান তাতে ক্লিক করুন।এর পর কম্পিউটার সফটওয়্যার টি ইন্সটল করুন। এরপর প্রথম পেজ অন হলে প্লে স্টোর আসবে সেখান থেকে সব ধরনের অ্যাপ ডাউনলোড করে নিতে পারবেন। একদম সহজেই।মোবাইলের মত সহজেই অ্যাপ গুলো ডাউনলোড করে নিতে পারবেন।
ধন্যবাদ।
পরবর্তীতে আবারও এরকম টিপস নিয়ে আসবো। ততক্ষন পর্যন্ত ভালো থাকুন।
