ভালোবাসার ছন্দ । ভালোবাসার স্ট্যাটাস।


ভালোবাসার ক্যাপসন,ভালোবাসার ছন্দ, ভালোবাসার স্ট্যাটাস,কষ্টের এসএমএস ও ভালোবাসার এসএমএস

প্রিয় দর্শক তথ্য আইটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম।আমরা ছন্দ পড়তে ভালোবাসি আর তা৷ যদি হয় ভালোবাসার তাহলে তো কোনো কথায় নাই।ভালোবাসার কথা শুনলেই মনে হয় বার বার পরি।এই নিয়ে আমরা ভালোবাসার কয়েকটি এসএমএস নিচে ছবির মাধ্যমে প্রকাশ করলাম।

ভালোবাসার ক্যাপসন ও এসএমএস

-ভালোবাসতে হলে, ধরে রাখতে জানতে হয়।
-ভালোবাসা বাইরে থেকে নয়,ভিতর থেকে বাসতে হয়।যা ২টি মনের মিলনে হয়।তা কখনো ভেঙ্গে যায় না।
-ভালোবাসার আরেক নাম ত্যাগ,ভালোবাসার মানুষটির জন্য ত্যাগ করার মনমানষিকতা থাকতে পারলেই সেটাই প্রকৃত ভালোবাসা।
-মন থেকে ভালোবাসলে ছেড়ে যাওয়া টা অনেক কষ্টকর,যা কোন ভাবেই মেনে নেওয়া যায় না।
-যদি বলো আমি তোমাকে কতটা ভালোবাসি আমি বলবো, তুমি ছাড়া এই দুনিয়াতে বাচার কথা চিন্তাও করতে পারি না।তুমি ছাড়া এই জীবন টা অন্ধকার। 

-সত্যিকারের ভালোবাসা পুর্নতা না পেলেও সারাজীবন মনে করে সবাই।
-তুমি আমার এমনি একটি আশা, যা ছাড়া এই পৃথিবী টা বড়ই নিষ্পান। তুমাকে ছাড়া এই জীবন নে বাচা বড় অসাধ্যকর।

-টাকা দিয়ে ভালোবাসা হয় না, মন থেকে ভালোবাসতে জানতে হয়।

প্রিয় বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তীতে আবারও কোন ভালোবাসার এসএমএস ও ক্যাপসন নিয়ে চলে আসবো। ততক্ষন পর্যন্ত ভালো ও সুস্থ্য থাকুন।পরবর্তী বাংলা ভালোবাসার এসএমএস,ছন্দ ও ক্যাপসন এর জন্য অপেক্ষা করুন,ধন্যবাদ।  

Next Post Previous Post